নিয়োগ বিজ্ঞপ্তি
News
Apr 27, 2024
নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামোও এমপিও নীতিমালা ২০২১ ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী মাড়িয়া উচ্চ বিদ্যালয়ে নিম্নলিখিত এমপিওভুক্ত গদ সমূহে লোক নিয়োগ করা হবে। আগামী ১২-০৫-২০২৪ ইং তারিখ ৫.০০ ঘটিকার মধ্যে ৫০০/- (পাঁচ শত) টাকা ব্যাংক ড্রাপ্ট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রদি সহ নিম্ন বর্ণিত ঠিকানায় আবেদন করতে হবে।
ক্রমিক নং
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা
বেতন স্কেল ২০১৫
১
আয়া-১ জন
জেএেস.সি/জে.ডি.সি
সমমনা
অনুর্ধ্ব ৩৫ বছর সম পদের
গ্রেড-২০
২
নিরাপত্তা কর্মী- ১ জন
৮,২৫০
৩
পরিচ্ছন্নতা কর্মী- ১ জন
ইনডেক্সধারীদের জন্য জন্য বয়সসীমা
২০,০১০
বিজ্ঞপ্তি প্রকাশ:
দৈনিক ভোরের ডাক ২৫-০৪-২৪ইং
দৈনিক সানসাইন- ২৫-০৪-২৪ইং
প্রধান শিক্ষক
মাড়িয়া উচ্চ বিদ্যালয়
ডাক: শলুয়া, উপজেলা: চারঘাট, জেলা: রাজশাহী
www.mariahighschool-edu.com