Message
মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো শিক্ষা, শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হলো পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধানকরা। শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই। এই Student শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবার পর হতে শিক্ষা অর্জনের লক্ষ্যে সেই ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে।
শিক্ষা নগরী Rajshahi জেলার Puthia উপজেলাধীন শিল্প ও শিক্ষা বান্ধব এলাকা প্রাণ কেন্দ্রে সবুজ বৃক্ষ-রাজী দ্বারা আচ্ছাদিত মনোরম পরিবেশে সু-উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন হইতে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে Student ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন কের আসছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লঙ্গনে সার্বিক সহযোগিতা করেন এলাকার শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
© Maria High School | All Rights Reserved
Designed and Developed by Social power Ltd